ভূগোল কুইজ – 1

ভূগোল কুইজ - 1

1 / 20

1. কোন পর্বতশ্রেণী ভারতে ঠান্ডা সাইবেরিয়ান বাতাস প্রবেশে বাধা দেয়?

2 / 20

2. ভারতের কোথায় সক্রিয় আগ্নেয়গিরি অবস্থিত?

3 / 20

3. ভারতীয় মরুভূমির মধ্য দিয়ে প্রবাহিত একমাত্র বিশিষ্ট নদী কোনটি?

4 / 20

4. নিচের কোন শিলাটি পাললিক শিলা হিসেবে শ্রেণীবদ্ধ নয়?

5 / 20

5. চম্পানের-পাবগড় প্রত্নতাত্ত্বিক উদ্যানটি নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত?

6 / 20

6. শেভ্রয় পাহাড় এবং জাভাদি পাহাড় কোন রাজ্যে অবস্থিত?

7 / 20

7. 'রানী কি ভাভ' বা 'রাণীর স্টেপওয়েল', যা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, কোন নদীর তীরে অবস্থিত?

8 / 20

8. পশ্চিমবঙ্গ কোন দেশের সাথে তার দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্ত ভাগ করে নিয়েছে?

9 / 20

9. কোয়ার্টজাইট কোন ধরণের শিলার অন্তর্গত?

10 / 20

10. সরযূ নদী কোন রাজ্যে অবস্থিত?

11 / 20

11. সোনালী তন্তু কাকে বলা হয়?

12 / 20

12. 'মুন্নেশ্বর মন্দির' কোন স্থানে অবস্থিত?

13 / 20

13. নর্মদা নদীর উৎস কোথায়?

14 / 20

14. ভাগীরথী নদী দেবপ্রয়াগে কোন নদীর সাথে মিলিত হয়েছে?

15 / 20

15. ভারতের কোন প্রতিবেশী দেশের ভূমির পরিমাণ সবচেয়ে কম?

16 / 20

16. গঙ্গা নদী কোন জলাশয়ে প্রবাহিত হয়ে মিলিত হয়?

17 / 20

17. তালাজা গুহাগুলি নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত?

18 / 20

18. কোন ভারতীয় রাজ্যের সাথে বাংলাদেশ এবং মায়ানমার উভয়ের সীমানা রয়েছে?

19 / 20

19. ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের আয়তন সবচেয়ে কম?

20 / 20

20. ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কী?

Your score is

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top

Topic wise Current Affairs

Topic wise GK