ভূগোল কুইজ – 1By Mainak Roy / August 19, 2025 ভূগোল কুইজ - 1 1 / 20 1. শেভ্রয় পাহাড় এবং জাভাদি পাহাড় কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ কেরালা তামিলনাড়ু কর্ণাটক 2 / 20 2. তালাজা গুহাগুলি নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র মধ্যপ্রদেশ গুজরাট রাজস্থান 3 / 20 3. ভাগীরথী নদী দেবপ্রয়াগে কোন নদীর সাথে মিলিত হয়েছে? মন্দাকিনী যমুনা আলকানন্দা সরস্বতী 4 / 20 4. কোন পর্বতশ্রেণী ভারতে ঠান্ডা সাইবেরিয়ান বাতাস প্রবেশে বাধা দেয়? হিমালয় পর্বতমালা সাতপুরা পর্বতমালা পূর্বঘাট পর্বতমালা বিন্ধ্য পর্বতমালা 5 / 20 5. ভারতের কোন প্রতিবেশী দেশের ভূমির পরিমাণ সবচেয়ে কম? শ্রীলঙ্কা নেপাল মালদ্বীপ ভুটান 6 / 20 6. 'রানী কি ভাভ' বা 'রাণীর স্টেপওয়েল', যা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, কোন নদীর তীরে অবস্থিত? নারমদা সবরমতী সরস্বতী লুনি 7 / 20 7. ভারতীয় মরুভূমির মধ্য দিয়ে প্রবাহিত একমাত্র বিশিষ্ট নদী কোনটি? যমুনা গঙ্গা লুনি চম্বল 8 / 20 8. চম্পানের-পাবগড় প্রত্নতাত্ত্বিক উদ্যানটি নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান মহারাষ্ট্র গুজরাট মধ্যপ্রদেশ 9 / 20 9. ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের আয়তন সবচেয়ে কম? দাদরা ও নগর হাভেলি চণ্ডীগড় লাক্ষাদ্বীপ পুদুচেরি 10 / 20 10. 'মুন্নেশ্বর মন্দির' কোন স্থানে অবস্থিত? হাম্পি মুন্নিভার পাহাড় মাদুরাই মহাবালিপুরম 11 / 20 11. সরযূ নদী কোন রাজ্যে অবস্থিত? বিহার আসাম উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ 12 / 20 12. সোনালী তন্তু কাকে বলা হয়? রেশম পাট তুলা উল 13 / 20 13. ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কী? মিনিকয় দ্বীপ কন্যাকুমারী ইন্দিরা পয়েন্ট রামেশ্বরম 14 / 20 14. গঙ্গা নদী কোন জলাশয়ে প্রবাহিত হয়ে মিলিত হয়? মানসসরোবর হ্রদ হিন্দ মহাসাগর বঙ্গোপসাগর আরব সাগর 15 / 20 15. নর্মদা নদীর উৎস কোথায়? সাতপুরা পর্বত আমরকণ্টক পর্বত অরাবল্লী পর্বত হিমালয় পর্বতমালা 16 / 20 16. কোন ভারতীয় রাজ্যের সাথে বাংলাদেশ এবং মায়ানমার উভয়ের সীমানা রয়েছে? মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা 17 / 20 17. ভারতের কোথায় সক্রিয় আগ্নেয়গিরি অবস্থিত? হিমাচল প্রদেশ সিকিম আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ লাক্ষাদ্বীপ 18 / 20 18. নিচের কোন শিলাটি পাললিক শিলা হিসেবে শ্রেণীবদ্ধ নয়? চুনাপাথর কংগ্লোমারেট বেলেপাথর গ্রানাইট 19 / 20 19. কোয়ার্টজাইট কোন ধরণের শিলার অন্তর্গত? রূপান্তরিত শিলা জীবাশ্ম শিলা আগ্নেয় শিলা অবসাদী শিলা 20 / 20 20. পশ্চিমবঙ্গ কোন দেশের সাথে তার দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্ত ভাগ করে নিয়েছে? বাংলাদেশ ভুটান নেপাল চীন Your score is Restart quiz By Wordpress Quiz plugin