আধুনিক ইতিহাস কুইজ – 1By Mainak Roy / August 19, 2025 আধুনিক ইতিহাস কুইজ - 1 1 / 20 1. ভারতের কমিউনিস্ট পার্টি (CPI) কত সালে প্রতিষ্ঠিত হয়? 1924 1921 1920 1925 2 / 20 2. 1846 খ্রিস্টাব্দে ব্রিটিশ সাম্রাজ্যের সাথে লাহোরের চুক্তি কে স্বাক্ষর করেছিলেন এবং কোন মহারাজা? মহারাজা হরিসিং মহারাজা রঞ্জিত সিং মহারাজা দুলীপ সিং মহারাজা শের সিং 3 / 20 3. স্বাধীনতা-পূর্ব ভারতে দারিদ্র্যসীমার ধারণাটি প্রথম কে প্রবর্তন করেছিলেন? দাদাভাই নওরোজি রাজা রামমোহন রায় গোপাল কৃষ্ণ গোখলে মহাত্মা গান্ধী 4 / 20 4. 1944 সালে কোহিমার যুদ্ধ কোন দুটি বাহিনীর মধ্যে সংঘটিত হয়েছিল? আজাদ হিন্দ ফৌজ ও ব্রিটিশ বাহিনী ব্রিটিশ বাহিনী ও জাপানি বাহিনী ব্রিটিশ ও মুগল বাহিনী আজাদ হিন্দ ফৌজ ও মারাঠা বাহিনী 5 / 20 5. ইতমাদ-উদ-দৌলার সমাধি কোন শহরে অবস্থিত? আগ্রা জয়পুর দিল্লি লাহোর 6 / 20 6. ভাইসরয় লর্ড কার্জন কত সালে বাংলা ভাগ করেন? 1903 1904 1900 1905 7 / 20 7. 1919 সালের মার্চ মাসে খিলাফত কমিটি কোথায় গঠিত হয়েছিল? দিল্লি মুম্বই আলিগড় লখনউ 8 / 20 8. ভারতীয় জনতা পার্টি (বিজেপি) কত সালে প্রতিষ্ঠিত হয়? 1970 1990 1980 1960 9 / 20 9. তৃতীয় গোলটেবিল সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়? 1931 1932 1930 1933 10 / 20 10. 1919 সালে মহাত্মা গান্ধী কার বিরুদ্ধে সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন? রাওলাট আইন চরমপন্থী নেতারা সাইমন কমিশন ব্রিটিশ রাজা 11 / 20 11. নিম্নলিখিতদের মধ্যে কে অহিংস আন্দোলন 'খুদাই খিদমতগার' প্রতিষ্ঠা করেছিলেন? খান আব্দুল গফ্ফার খান মুহম্মদ আলি জিন্নাহ আবুল কালাম আজাদ সরোজিনী নাইডু 12 / 20 12. ভারতের স্বাধীনতা আন্দোলনে লাল-বাল-পালের ভূমিকা কী ছিল? তাঁরা ভারত ছাড়ো আন্দোলনের সূচনা করেছিলেন তাঁরা সাইমন কমিশনের প্রতিবাদে নেতৃত্ব দিয়েছিলেন তাঁরা স্বদেশি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তাঁরা গান্ধীজির অসহযোগ আন্দোলনে অংশ নিয়েছিলেন 13 / 20 13. 'বিলম্বের নীতি'('Principle of Lapse') কে প্রবর্তন করেন? লর্ড রিপন লর্ড ডালহৌসি লর্ড ক্যানিং লর্ড কর্নওয়ালিস 14 / 20 14. মুঘল সম্রাট আওরঙ্গজেব কত সালে মৃত্যুবরণ করেন? 1539 1707 1630 1832 15 / 20 15. ব্রিটিশ শাসনের তীব্র সমালোচনার জন্য পরিচিত 'কেশরী' পত্রিকার সম্পাদক হিসেবে কে দায়িত্ব পালন করেছিলেন? জওহরলাল নেহরু মহাত্মা গান্ধী বাল গঙ্গাধর তিলক লালা লাজপত রায় 16 / 20 16. পাণ্ড্য রাজবংশের রাজধানী হিসেবে কোন শহর পরিচিত ছিল? তঞ্জাবুর কাঞ্চিপুরম উজ্জয়িনী মদুরাই 17 / 20 17. 1948 সালের সেপ্টেম্বরে ভারতীয় সেনাবাহিনী কোন দেশীয় রাজ্যের (princely state) নিয়ন্ত্রণ নেয়? মণিপুর হায়দরাবাদ জুনাগড় জম্মু ও কাশ্মীর 18 / 20 18. 15 মার্চ 1950 সালে পরিকল্পনা কমিশন কার সভাপতিত্বে গঠিত হয়েছিল? জওহরলাল নেহরু বি.আর. আম্বেদকর পি.সি. মাহালানবিস ডি.আর. গডগিল 19 / 20 19. 1920 সালে ভারতের কমিউনিস্ট পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? কলকাতা তাসখন্দ চেন্নাই মুম্বই 20 / 20 20. পলাশীর যুদ্ধ কোন সালে সংঘটিত হয়েছিল? 1730 1760 1740 1757 Your score is Restart quiz By Wordpress Quiz plugin