আধুনিক ইতিহাস কুইজ – 1By Mainak Roy / August 19, 2025 আধুনিক ইতিহাস কুইজ - 1 1 / 20 1. স্বাধীনতা-পূর্ব ভারতে দারিদ্র্যসীমার ধারণাটি প্রথম কে প্রবর্তন করেছিলেন? দাদাভাই নওরোজি গোপাল কৃষ্ণ গোখলে মহাত্মা গান্ধী রাজা রামমোহন রায় 2 / 20 2. ভারতের কমিউনিস্ট পার্টি (CPI) কত সালে প্রতিষ্ঠিত হয়? 1921 1920 1924 1925 3 / 20 3. 1919 সালের মার্চ মাসে খিলাফত কমিটি কোথায় গঠিত হয়েছিল? লখনউ মুম্বই দিল্লি আলিগড় 4 / 20 4. 15 মার্চ 1950 সালে পরিকল্পনা কমিশন কার সভাপতিত্বে গঠিত হয়েছিল? পি.সি. মাহালানবিস জওহরলাল নেহরু ডি.আর. গডগিল বি.আর. আম্বেদকর 5 / 20 5. ব্রিটিশ শাসনের তীব্র সমালোচনার জন্য পরিচিত 'কেশরী' পত্রিকার সম্পাদক হিসেবে কে দায়িত্ব পালন করেছিলেন? মহাত্মা গান্ধী লালা লাজপত রায় জওহরলাল নেহরু বাল গঙ্গাধর তিলক 6 / 20 6. মুঘল সম্রাট আওরঙ্গজেব কত সালে মৃত্যুবরণ করেন? 1832 1630 1539 1707 7 / 20 7. 1944 সালে কোহিমার যুদ্ধ কোন দুটি বাহিনীর মধ্যে সংঘটিত হয়েছিল? আজাদ হিন্দ ফৌজ ও ব্রিটিশ বাহিনী ব্রিটিশ ও মুগল বাহিনী ব্রিটিশ বাহিনী ও জাপানি বাহিনী আজাদ হিন্দ ফৌজ ও মারাঠা বাহিনী 8 / 20 8. ভাইসরয় লর্ড কার্জন কত সালে বাংলা ভাগ করেন? 1903 1900 1904 1905 9 / 20 9. পলাশীর যুদ্ধ কোন সালে সংঘটিত হয়েছিল? 1757 1730 1740 1760 10 / 20 10. ভারতীয় জনতা পার্টি (বিজেপি) কত সালে প্রতিষ্ঠিত হয়? 1970 1990 1960 1980 11 / 20 11. ইতমাদ-উদ-দৌলার সমাধি কোন শহরে অবস্থিত? আগ্রা দিল্লি লাহোর জয়পুর 12 / 20 12. 1920 সালে ভারতের কমিউনিস্ট পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? কলকাতা তাসখন্দ চেন্নাই মুম্বই 13 / 20 13. পাণ্ড্য রাজবংশের রাজধানী হিসেবে কোন শহর পরিচিত ছিল? কাঞ্চিপুরম মদুরাই তঞ্জাবুর উজ্জয়িনী 14 / 20 14. 'বিলম্বের নীতি'('Principle of Lapse') কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস লর্ড ক্যানিং লর্ড রিপন লর্ড ডালহৌসি 15 / 20 15. 1846 খ্রিস্টাব্দে ব্রিটিশ সাম্রাজ্যের সাথে লাহোরের চুক্তি কে স্বাক্ষর করেছিলেন এবং কোন মহারাজা? মহারাজা দুলীপ সিং মহারাজা হরিসিং মহারাজা শের সিং মহারাজা রঞ্জিত সিং 16 / 20 16. নিম্নলিখিতদের মধ্যে কে অহিংস আন্দোলন 'খুদাই খিদমতগার' প্রতিষ্ঠা করেছিলেন? মুহম্মদ আলি জিন্নাহ আবুল কালাম আজাদ সরোজিনী নাইডু খান আব্দুল গফ্ফার খান 17 / 20 17. তৃতীয় গোলটেবিল সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়? 1931 1933 1930 1932 18 / 20 18. 1948 সালের সেপ্টেম্বরে ভারতীয় সেনাবাহিনী কোন দেশীয় রাজ্যের (princely state) নিয়ন্ত্রণ নেয়? মণিপুর জুনাগড় হায়দরাবাদ জম্মু ও কাশ্মীর 19 / 20 19. 1919 সালে মহাত্মা গান্ধী কার বিরুদ্ধে সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন? রাওলাট আইন সাইমন কমিশন ব্রিটিশ রাজা চরমপন্থী নেতারা 20 / 20 20. ভারতের স্বাধীনতা আন্দোলনে লাল-বাল-পালের ভূমিকা কী ছিল? তাঁরা স্বদেশি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তাঁরা গান্ধীজির অসহযোগ আন্দোলনে অংশ নিয়েছিলেন তাঁরা ভারত ছাড়ো আন্দোলনের সূচনা করেছিলেন তাঁরা সাইমন কমিশনের প্রতিবাদে নেতৃত্ব দিয়েছিলেন Your score is Restart quiz By Wordpress Quiz plugin