Q.1> PM SVANidhi স্কিম কতদিন পর্যন্ত বাড়ানো হয়েছে—এর সিদ্ধান্তে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন অনুযায়ী?
Ans> 31 মার্চ, 2030
Q.2> ওনাম উৎসব প্রধানত ভারতের কোন রাজ্যে পালন করা হয়?
Ans> কেরালা
Q.3> ভারতের কোন শহর সিটি বায়োডাইভার্সিটি ইনডেক্স চালু করেছে?
Ans> চেন্নাই
Q.4> Grand Chess Tour ফাইনালে কোন ভারতীয় দাবিদার স্থান পেয়েছে?
Ans> আর. প্রজ্ঞনন্দ
Q.5> আন্তর্জাতিক পারমাণবিক পরীক্ষা বিরোধী দিবস প্রতি বছর কোন তারিখে পালন করা হয়?
Ans> 29শে আগস্ট
Q.6> 18তম আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ও মহাকর্ষবিদ্যা অলিম্পিয়াড (IOAA) 2025-এ ভারতীয় দল কতটি সোনালী পদক জিতেছে?
Ans> 4
Q.7> বহুপাক্ষিক সামরিক মহড়া ‘Exercise Bright Star’ কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে?
Ans> মিশর
Q.8> কুট্টিমাথান কানি, যিনি ঔষধি গাছ ‘আরোগ্যপাচা’ আবিষ্কার করেছিলেন, মৃত্যুবরণ করেছেন। তিনি কোন রাজ্যের বাসিন্দা ছিলেন?
Ans> কেরালা
Q.9> বিশ্ব যুব তীরন্দাজী চ্যাম্পিয়নশিপ 2025-এ ভারত মোট কতটি পদক জিতেছে?
Ans> 8
Q.10> ‘প্রজেক্ট আরোহন’ কে চালু করেছিল?
Ans> জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ (NHAI)
Q.11> ‘May A Million Buds Bloom’ কফি টেবিল বইটি, যা প্রকল্প নানহি কালী ভিত্তিক, কে প্রকাশ করেছেন?
Ans> আনন্দ মাহিন্দ্রা
Q.12> 2026 সালে ভারতীয় ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশনের (IATO) ৪১তম বার্ষিক সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হবে?
Ans> বিশাখাপত্তনম
Q.13> প্যারিস চুক্তির অধীনে ভারত ন্যাশনাল ডিজাইনেটেড অথরিটি (NDA) গঠন করেছে। এর মূল উদ্দেশ্য কী?
Ans> আন্তর্জাতিক কার্বন বাজার ব্যবস্থার অধীনে জলবায়ু পরিবর্তন প্রকল্প অনুমোদন ও তদারকি করা
Q.14> 68তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স (CPC) কোথায় অনুষ্ঠিত হবে?
Ans> ব্রিজটাউন, বার্বাডোস
Q.15> কোন রাজ্য সরকার 2025 সালের 1 সেপ্টেম্বর থেকে ‘হেলমেট না পরলে, তেল না’ সড়ক নিরাপত্তা অভিযান শুরু করবে?
Ans> উত্তরপ্রদেশ