By Mainak Roy / August 31, 2025 কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ - 30 আগস্ট, 2025 1 / 15 1. মাউন্ট শিনমোএডাকে আগ্নেয়গিরিটি কোন দেশে অবস্থিত? ইন্দোনেশিয়া জাপান দক্ষিণ কোরিয়া ফিলিপাইনস 2 / 15 2. নুয়াখাই উৎসবটি ভারতের কোন রাজ্যে প্রতি বছর প্রধানত পালিত হয়? ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ছত্তিশগড় ওড়িশা 3 / 15 3. কে ভারতীয় হাই কমিশনার হিসেবে কানাডায় নিয়োগ পেয়েছেন? নির্মল কুমার ভার্মা দিনেশ কে. পাটনায়েক সঞ্জয় কুমার ভার্মা জয়ন্ত নাথ চৌধুরী 4 / 15 4. 5ম ASEAN-India Youth Summit কোথায় অনুষ্ঠিত হচ্ছে? গোয়া নয়াদিল্লি হায়দ্রাবাদ বেঙ্গালুরু 5 / 15 5. ভারতের অর্থায়নে নির্মিত পুনাতসাংছু-2 জলবিদ্যুৎ প্রকল্পটি কোন দেশে নির্মিত হয়েছে? মিয়ানমার নেপাল ভুটান বাংলাদেশ 6 / 15 6. সোলার এনার্জি কর্পোরেশন অব ইন্ডিয়া (SECI)-র নতুন পরিচালনা পরিচালক (Managing Director) হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? সন্তোষ কুমার সরাঙ্গী অজয় কুমার রমেশ্বর প্রসাদ গুপ্ত আকাশ ত্রিপাঠী 7 / 15 7. ভারতের কার্বন নির্গমন বাণিজ্য বাস্তবায়নের জন্য জাতীয় নিয়োগকারী কর্তৃপক্ষ (NDA) প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন কে? কেন্দ্রীয় অর্থমন্ত্রী কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রী কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী 8 / 15 8. ATLAS সার্ভে টেলিস্কোপটি ধূমকেতু ‘3I/ATLAS’ আবিষ্কার করেছে। এই টেলিস্কোপটি কোন দেশে অবস্থিত? ভারত জাপান চিলি যুক্তরাষ্ট্র 9 / 15 9. আন্তর্জাতিক ব্যবস্থাপনা উন্নয়ন সংস্হা (IMD) কর্তৃক প্রকাশিত স্মার্ট সিটি ইনডেক্স 2025 এ ভারতের কোন শহরটি সেরা অবস্থানে রয়েছে? বেঙ্গালুরু দিল্লি হায়দ্রাবাদ মুম্বাই 10 / 15 10. বৈদ্যুতিন পরিবহন প্রচারের জন্য দিল্লি সরকার কোন দেশের সহযোগিতায় DOSTI উদ্যোগ শুরু করেছে? জাপান জার্মানি নরওয়ে দক্ষিণ কোরিয়া 11 / 15 11. 81তম জাতীয় সিনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে পুরুষ একক শিরোপা কে জিতেছেন? মহেশ মঙ্গাওঙ্কর অভয় সিং রমিত তানডন ভেলাভান সেনথিলকুমার 12 / 15 12. "Scientific Panel on AI" এবং "Global Dialogue on AI Governance" উদ্যোগগুলো কোন আন্তর্জাতিক সংস্থা কর্তৃক চালু করা হয়েছে? বিশ্ব অর্থনৈতিক ফোরাম জাতিসংঘ সাধারণ পরিষদ অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা G20 13 / 15 13. ‘চিফ মিনিস্টার উইমেন্স এমপ্লয়মেন্ট স্কিম’, যার অধীনে ₹10,000 প্রদান করা হবে কর্মসংস্থানের প্রথম কিস্তি হিসেবে, কোন রাজ্যে চালু করা হয়েছে? ওড়িশা বিহার মহারাষ্ট্র উত্তর প্রদেশ 14 / 15 14. কোন ভারতীয়কে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে? বিকাশ শীল অজয় বাঙ্গা গভর্নর উর্জিত প্যাটেল এন. কে. সিং 15 / 15 15. "NARI 2025" প্রতিবেদনটি কোন প্রতিষ্ঠান দ্বারা প্রকাশ করা হয়েছে? গৃহমন্ত্রণালয় জাতীয় মহিলা কমিশন মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রণালয় জাতীয় অপরাধ রেকর্ডস ব্যুরো Your score is Restart quiz By Wordpress Quiz plugin
Nice Quiz Sir