অর্থনীতি কুইজ - 1

1 / 20

1. ভারতে ন্যূনতম সহায়ক মূল্য (MSP) ঘোষণার জন্য কে দায়ী?

2 / 20

2. বিভিন্ন দেশের সরকারকে ঋণ প্রদানকারী আন্তর্জাতিক সংস্থার নাম কী?

3 / 20

3. NABARD এর পূর্ণরূপ কী বোঝায়?

4 / 20

4. 'মাইক্রোইকোনমিক্স' এর জনক কাকে বলা হয়?

5 / 20

5. কোন পণ্যের আমদানির উপর ভারতের নির্ভরতা কমাতে সবুজ বিপ্লব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল?

6 / 20

6. কোন প্রধানমন্ত্রীর আমলে স্বরণ সিং কমিটি গঠিত হয়েছিল?

7 / 20

7. দূষণের মতো নেতিবাচক পরিণতি ঘটায় এমন লেনদেনের উপর কোন ধরণের কর আরোপ করা হয়?

8 / 20

8. ভারতের সবুজ বিপ্লবের নেতা কে ছিলেন?

9 / 20

9. 2011 সালের ভারতের আদমশুমারির স্লোগান কী ছিল?

10 / 20

10. চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন সালে চালু হয়েছিল?

11 / 20

11. অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কে কাজ করে?

12 / 20

12. 2011 সালের আদমশুমারি অনুসারে, ভারতের দ্বিতীয় সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি?

13 / 20

13. সবুজ বিপ্লবের সময় ভারতে নতুন কৃষি প্রযুক্তি প্রবর্তনের জন্য কৃষিমন্ত্রী কে দায়ী ছিলেন?

14 / 20

14. ভারতের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় উচ্চশিক্ষার জন্য কোন সংবিধিবদ্ধ সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল?

15 / 20

15. অর্থনৈতিক উন্নয়নের অগ্রসর পর্যায়ে, কোন খাত সাধারণত জিডিপিতে সবচেয়ে কম অবদান রাখে?

16 / 20

16. দুই পক্ষের মধ্যে সম্পাদিত বাণিজ্য চুক্তিকে কী বলা হয়?

17 / 20

17. ব্যাংকিং এর প্রেক্ষাপটে, CTS এর সংক্ষিপ্ত রূপ কী?

18 / 20

18. ভারত সরকার কর্তৃক চালু করা 'আয়ুষ্মান ভারত' প্রকল্পের আওতায় একটি পরিবারকে বার্ষিক কত স্বাস্থ্য কভারেজ দেওয়া হয়?

19 / 20

19. ভারতে বাজেট ঘাটতি দেখানোর প্রথা কোন বছর থেকে বন্ধ করা হয়?

20 / 20

20. কোন প্রকল্প অনুসারে ব্যাংক অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স বজায় রাখার কোনও বাধ্যবাধকতা নেই?

Your score is

Scroll to Top

Topic wise Current Affairs

Topic wise GK