কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ – 13 সেপ্টেম্বর, 2025By Mainak Roy / September 19, 2025 কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ – 13 সেপ্টেম্বর, 2025 1 / 15 1. সম্প্রতি কোন ট্রেনটি ভারতের দ্রুততম ট্রেন হয়েছে? বন্দে ভারত এক্সপ্রেস গতিমান এক্সপ্রেস রাজধানী এক্সপ্রেস নমো ভারত 2 / 15 2. কোন দেশ 'Ghost Shark' স্বয়ংক্রিয় সমুদ্রযান (XL-AUV) কর্মসূচি এবং MQ-28A Ghost Bat ড্রোন উন্মোচন করেছে? যুক্তরাজ্য অস্ট্রেলিয়া জাপান যুক্তরাষ্ট্র 3 / 15 3. ভারতের প্রথম “স্পেস সিটি” কোন রাজ্যে গড়ে তোলা হবে? গুজরাট তামিলনাড়ু মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ 4 / 15 4. 2025 সালের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে? রোম, ইতালি প্যারিস, ফ্রান্স টোকিও, জাপান বেইজিং, চীন 5 / 15 5. বোঁদা জনজাতি প্রধানত কোন রাজ্যে পাওয়া যায়? ঝাড়খণ্ড ওড়িশা মধ্য প্রদেশ ছত্তীসগড় 6 / 15 6. রিইউনিয়ন দ্বীপ, যা সম্প্রতি সংবাদে দেখা গেছে, এটি কোন দেশের অধীন অঞ্চল? ফ্রান্স স্পেন পর্তুগাল যুক্তরাজ্য 7 / 15 7. হেলফায়ার ক্ষেপণাস্ত্র কোন দেশ দ্বারা উন্নত করা হয়েছে? রাশিয়া ফ্রান্স চীন যুক্তরাষ্ট্র 8 / 15 8. ভারতীয় সেনাবাহিনীর "সিয়োম প্রহার" মহড়া কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অরুণাচল প্রদেশ লাদাখ সিকিম আসাম 9 / 15 9. প্রথম গ্রিন হাইড্রোজেন গবেষণা ও উন্নয়ন (R&D) সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? মুম্বাই বেঙ্গালুরু হায়দরাবাদ নয়াদিল্লি 10 / 15 10. কোন দেশ বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দ্বারা গঠিত সরকারি দুর্নীতি মোকাবেলা “মন্ত্রী” নিয়োগ করেছে? সিঙ্গাপুর আলবেনিয়া এস্তোনিয়া কানাডা 11 / 15 11. ভারতের প্রথম সানরাইজ উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হবে? ওডিশা আসাম মণিপুর অরুণাচল প্রদেশ 12 / 15 12. ভারতের সবচেয়ে বড় গ্রিন অ্যামোনিয়া প্রকল্প কোথায় স্থাপন করা হচ্ছে? ওড়িশা গুজরাট অন্ধ্রপ্রদেশ রাজস্থান 13 / 15 13. সম্প্রতি আর্থিক ক্ষেত্রে “পি. ভি. নরসিমহ রাও স্মারক পুরস্কার” কে প্রদান করা হয়েছে? অটল বিহারী বাজপেয়ী মনমোহন সিং নরেন্দ্র মোদি দালাই লামা 14 / 15 14. ছাত্রছাত্রীদের আত্মহত্যা রোধে "Never Alone" নামক কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) অ্যাপটি কে উদ্বোধন করেছে? AIIMS দিল্লি IIT দিল্লি IIM কলকাতা IIT খড়গপুর 15 / 15 15. উত্তরাখণ্ডের পর্যটনকে উন্নীত করতে ভারত কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে 126.4 মিলিয়ন ডলারের চুক্তি করেছে? এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) বিশ্ব ব্যাংক আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) Your score is Restart quiz By Wordpress Quiz plugin