কারেন্ট অ্যাফেয়ার্স – 20 আগস্ট, 2025

Q.1> ’শ্রমশ্রী’ প্রকল্প কোন রাজ্য সরকার চালু করেছে?

Q.2> উন্নত ড্রোন প্রশিক্ষণের জন্য আসাম রাইফেলস কার সঙ্গে একটি চুক্তিতে স্বাক্ষর করেছে?

Q.3> ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ) কে উপ-রাষ্ট্রমন্ত্রী প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে?

Q.4> গ্লোবাল প্লাস্টিকস ট্রিটি (INC-5.2) আলোচনা কোথায় চলছে?

Q.5> সাম্প্রতিককালে ভারতের সংসদের কার্যক্রমের অনুবাদ/ব্যাখ্যার জন্য আর কতটি ভাষা নতুন করে যুক্ত করা হয়েছে?

Q.6> ভারতে অক্ষয় উর্জা দিবস (পুনর্নবীকরণযোগ্য জ্বালানি দিবস) কবে উদযাপিত হয়?

Q.7> 2025 সালে মিস ইউনিভার্স ইন্ডিয়া খেতাব জিতেছিলেন কে?

Q.8> “MILMEDICON-2025” নামক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে কে?

Q.9> বিশ্বের প্রথম AI-চালিত অভিবাসন করিডর কোন আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হয়েছে?

Q.10> “মেশিনের জন্য ওয়েব” তৈরি করতে সাবেক টুইটার সিইও পরাগ আগরওয়াল কোন AI স্টার্টআপ চালু করেছেন?

Q.11> বিশ্ব ফটোগ্রাফি দিবস কবে পালন করা হয়?

Q.12> ‘ভেনেরা-ডি’ মিশন 2036 সালের মধ্যে চালু করার ঘোষণা কোন দেশ দিয়েছে?

Q.13> সাম্প্রতিককালে ব্রিটেন (ইংল্যান্ড ও ওয়েলস)-এর সবচেয়ে কম-বয়স্ক সলিসিটর হয়েছেন কে?

Q.14> 2025 সালের বিশ্ব যুব তীরন্দাজি চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হচ্ছে?

Q.15> উত্তরপ্রদেশের প্রথম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট কোথায় স্থাপিত হয়েছে?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top

Topic wise Current Affairs

Topic wise GK