কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ – 18 আগস্ট, 2025By Mainak Roy / August 19, 2025 কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ - 18 আগস্ট, 2025 1 / 15 1. ‘হক’ বন ও বন্যপ্রাণী অপরাধ ব্যবস্থাপনা ব্যবস্থা চালু করা তৃতীয় রাজ্য কোনটি? তামিলনাড়ু মধ্যপ্রদেশ উত্তরাখণ্ড মহারাষ্ট্র 2 / 15 2. আন্তর্জাতিক বায়ুবাহিত নিষ্পত্তি ও নিরসন প্রকল্প (CORSIA) অধীনে দেশের প্রথম ISCC CORSIA সার্টিফিকেশন লাভ করেছে—তাঁরা কোন সংস্থা? ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IndianOil) অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন (ONGC) ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL) হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (HPCL) 3 / 15 3. লা গণেশন, যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন, তিনি বর্তমানে কোন রাজ্যের রাজ্যপালের দায়িত্বে ছিলেন? নাগাল্যান্ড ঝাড়খণ্ড তেলেঙ্গানা মণিপুর 4 / 15 4. কোথায় অনুষ্ঠিত হয়েছিল SLINEX – 25 মহড়া? কোচি, ভারত ত্রিনকোমালি, শ্রীলঙ্কা কলম্বো, শ্রীলঙ্কা বিশাখাপত্তনম, ভারত 5 / 15 5. 2025 সালের 4র্থ সংস্করণ 'World Food India' সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? বিজ্ঞান ভবন, নয়াদিল্লি ভারত মন্ডপম, নয়াদিল্লি ভারত আন্তঃজাতীয় সম্মেলন ও প্রদর্শনী কেন্দ্র, দিল্লি প্ৰগতী ময়দান, নয়াদিল্লি 6 / 15 6. সাম্প্রতিক সময়ে স্পেস নিডল ভবনে ভারতীয় তেরঙ্গা উত্তোলন করা হয়েছে, এটি কোথায় অবস্থিত? সিয়াটল, যুক্তরাষ্ট্র সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র টরন্টো, কানাডা 7 / 15 7. 18 বছর পর এস অ্যান্ড পি (S & P) ভারতকে কোন রেটিং প্রদান করেছে? BB A- BBB- BBB 8 / 15 8. ISRO কোন রাজ্যে স্পেস ল্যাবোরেটরি উদ্বোধন করেছে? উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ শিমলা অরুণাচল প্রদেশ 9 / 15 9. সাম্প্রতিক সময়ে ‘Etemad’ এবং ‘Ghadr-380’ ক্ষেপণাস্ত্র কোন দেশ পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করেছে? চীন ইস্রায়েল রাশিয়া ইরান 10 / 15 10. 2025 সালের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন-এ কোন চলচ্চিত্রটি 'সেরা সিনেমা' পুরস্কার জিতেছে? অঙ্গাম্মাল হোমবাউন্ড আই ওয়ান্ট টু টক লাপাত্তা লেডিস 11 / 15 11. প্রধানমন্ত্রী বিকাশিত ভারত-রোজগার যোজনায় প্রথমবারের মতো কর্মরত কর্মচারীদের কত টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে? ₹12,000 ₹18,000 ₹10,000 ₹15,000 12 / 15 12. ‘Gunned Down – Murder of an Olympic Champion’ বইটির লেখক কে? অণিতা অগ্নিহোত্রী সুন্দীপ মিশ্রা খুশওয়ন্ত সিং রোহিত শর্মা 13 / 15 13. হারিকেন "এরিন" কোন মহাসাগরে তৈরি হয়েছে? অ্যাটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর দক্ষিণ মহাসাগর 14 / 15 14. 3য় কোয়ান্টবক্স চেন্নাই গ্র্যান্ড মাস্টার্স 2025 খেতাব কে জিতেছে? নিহাল সারিন অর্জুন এরিগাইসি ভিনসেন্ট কিমার অনিশ গিরি 15 / 15 15. আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC) সম্প্রতি কাউকে মেন্টাল হেলথ অ্যাম্বাসাডর (মানসিক সুস্থতা দূত) হিসেবে নিয়োগ করেছে—তাঁর নাম কী? ক্যামিল চেং রায়ান পিনি অভিনব বিন্দ্রা হলি ব্র্যাডশ Your score is Restart quiz By Wordpress Quiz plugin