কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ – 25 আগস্ট, 2025By Mainak Roy / August 28, 2025 কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ - 25 আগস্ট, 2025 1 / 15 1. ইন্দ্রনীল ভট্টাচার্যকে আর্থিক নীতি কমিটি (Monetary Policy Committee - MPC)-এর নতুন সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মোট কতজন সদস্য আছেন MPC-তে? 4 3 6 5 2 / 15 2. সম্প্রতি কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষ (APEDA) ৩টি নতুন আঞ্চলিক কার্যালয় খোলার ঘোষণা দিয়েছে। APEDA কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1980 1982 1984 1986 3 / 15 3. মাদ্রাসা বোর্ড ভেঙে সংখ্যালঘু শিক্ষা কর্তৃপক্ষ গঠন করেছেন কে? বিহার উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ 4 / 15 4. “Surya AI” সূর্যের আবহাওয়া অধ্যয়নের জন্য কোন সংস্থার দ্বারা চালু করা হয়েছে? স্পেসএক্স ও রসকসমোস আইবিএম ও নাসা ইউরোপীয় মহাকাশ সংস্থা ও গুগল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) ও মাইক্রোসফট 5 / 15 5. কেন্দ্রীয় সরকার কোন রাজ্যের পাম্পা নদীকে জাতীয় নদী সংরক্ষণ পরিকল্পনার আওতায় অন্তর্ভুক্ত করবে? কেরল অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু কর্ণাটক 6 / 15 6. ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) কোন সংস্থার সঙ্গে যৌথভাবে আধার-ভিত্তিক গ্রাহক যাচাইকরণের জন্য অংশীদারিত্ব করেছে? স্টারলিংক ভারতী এয়ারটেল ভোডাফোন আইডিয়া রিলায়েন্স জিও 7 / 15 7. গওহর সুলতানা, যিনি সম্প্রতি অবসর ঘোষণা করেছেন, তিনি কোন খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলেন? ফুটবল ব্যাডমিন্টন হকি ক্রিকেট 8 / 15 8. বানারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের (BHU) গবেষকদের মতে কোন উপজাতির মধ্যে জেনেটিক কারণে যক্ষ্মার (TB) হার বেশি? গন্ড ভিল সাহারিয়া বাইগা 9 / 15 9. খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (FSSAI)-এর নতুন সিইও হিসেবে কে নিয়োগ পেয়েছেন? দেবশ্রী মুখার্জি আলকা উপাধ্যায় গঞ্জি কামলা ভি. রাও রাজিত পুনহানি 10 / 15 10. ভারতের প্রথম দেশীয়ভাবে নকশা করা পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট (AMCA)-এর ইঞ্জিন যৌথভাবে উন্নয়নের জন্য ভারত কোন ফরাসি কোম্পানির সঙ্গে অংশীদারিত্ব করেছে? দাসো এভিয়েশন এয়ারবাস থ্যালেস সাফরান 11 / 15 11. আন্তর্জাতিক দাসপ্রথা স্মরণ দিবস প্রতি বছর কোন তারিখে পালন করা হয়? 23ই আগস্ট 15ই আগস্ট 19ই আগস্ট 10ই আগস্ট 12 / 15 12. জাতিসংঘ কোন স্থানে দুর্ভিক্ষ ঘোষণা করেছে? সুদান ইয়েমেন হাইতি গাজা 13 / 15 13. টাইফুন কাজিকি কোন মহাসাগরে হয়েছে? আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর দক্ষিণ চীন সাগর 14 / 15 14. ভারতের প্রথম ফিনটেক হাব (I-GFTCH) কোন রাজ্য চালু করেছে? গুজরাট কর্ণাটক মহারাষ্ট্র ওড়িশা 15 / 15 15. 2025 সালের খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যালের শীর্ষে কোন রাজ্য ছিল? কেরল ওড়িশা মধ্যপ্রদেশ জম্মু ও কাশ্মীর Your score is Restart quiz By Wordpress Quiz plugin