By Mainak Roy / August 25, 2025 কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ - 22 আগস্ট, 2025 1 / 15 1. দিদায়ি জনজাতি, যাকে দিদাই বা দিদিয়া জনজাতি নামেও পরিচিত, মূলত ভারতের কোন রাজ্যে বসবাস করে? ছত্তিশগড় ঝাড়খণ্ড ওড়িশা অন্ধ্রপ্রদেশ 2 / 15 2. উত্তর প্রদেশের জলালাবাদকে নিম্নলিখিত কোন নামে পুনঃনামকরণ করা হয়েছে? পরশুরামগড় পরশুরাম্পুরী পরশুরামনগর পরশুরামবিহার 3 / 15 3. বিশ্ব সিনিয়র সিটিজেন্স ডে কখন উদযাপিত হয়? 17 আগস্ট 21 আগস্ট 19 আগস্ট 15 আগস্ট 4 / 15 4. কোন রাজ্যে শক্তি যোজনার মাধ্যমে 500 কোটি মহিলা যাত্রী পরিবহন করে গোল্ডেন বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত হয়েছে? উত্তর প্রদেশ তামিলনাড়ু কর্ণাটক মধ্যপ্রদেশ 5 / 15 5. বিশ্ব প্রতিযোগিতা সূচকে (WCR) 2025 সালে শীর্ষ অবস্থান অধিকার করেছিল কোন দেশ? হংকং সিঙ্গাপুর ডেনমার্ক সুইজারল্যান্ড 6 / 15 6. PFA পুরুষদের প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কার তিনবার জেতা প্রথম খেলোয়াড় কে? কেভিন দ্য বুয়েন থিয়েরি হেনরি মোহামেড সালাহ ক্রিস্টিয়ানো রোনাল্ডো 7 / 15 7. কোন প্রচারণা উপজাতি সম্প্রদায়কে ক্ষমতায়িত করতে উপজাতি বিষয়ক মন্ত্রক দ্বারা চালু করা হয়েছিল? ধরতি আবা জনভাগিদারি অভিযান একলব্য মডেল আবাসিক বিদ্যালয় বন ধন সামাজিক দূরী জাগরুকতা অভিযান প্রধানমন্ত্রী জনজাতি উন্নয়ন মিশন 8 / 15 8. ‘ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার 2025’ কে জিতেছেন? জেনি এরপেনবেক ওলগা টোকারজুক গীতাঞ্জলি শ্রী বানু মুশতাক 9 / 15 9. সম্প্রতি অগ্নি-5 সফলভাবে পরীক্ষা করা হয়েছে। কোন রাজ্যে এই পরীক্ষাটি সম্পন্ন হয়েছিল? গুজরাট অন্ধ্র প্রদেশ ওড়িশা তামিলনাড়ু 10 / 15 10. কোন রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আউন্তা–সিমারিয়া সেতু উদ্বোধন করেছেন? বিহার মধ্যপ্রদেশ উত্তর প্রদেশ পশ্চিমবঙ্গ 11 / 15 11. 'ওয়ান ফ্রিজোন পাসপোর্ট' উদ্যোগটি কে চালু করেছেন? দুবাই ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সেন্টার দুবাই ফ্রি জোনস কাউন্সিল দুবাই ইকোনমিক ডিপার্টমেন্ট দুবাই চেম্বার অফ কমার্স 12 / 15 12. সম্প্রতি সংবাদে আলোচিত লিপুলেখ পাস কোন দুটি দেশকে সংযুক্ত করে? ভারত ও নেপাল ভারত ও ভুটান ভারত ও চীন নেপাল ও ভুটান 13 / 15 13. 30টি রাজ্য ও কেন্দ্রশাসিত–প্রদেশে প্রয়োগ করা 'আন্না চক্র' টুলটি কোন বছরে উদ্বোধন করা হয়েছিল? 2024 2022 2023 2025 14 / 15 14. 2025 সালের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে? ভারত ইংল্যান্ড সার্বিয়া কাজাখস্তান 15 / 15 15. 28তম জাতীয় ই-শাসন সম্মেলন (NCeG) কোন রাজ্যে অনুষ্ঠিত হবে? গুজরাট অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র কর্ণাটক Your score is Restart quiz By Wordpress Quiz plugin