By Mainak Roy / August 23, 2025 কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ - 21 আগস্ট, 2025 1 / 15 1. 130তম সংবিধান সংশোধনী বিল, 2025 ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ(গুলি) সংশোধন করতে চায়? অনুচ্ছেদ 79 অনুচ্ছেদ 75 অনুচ্ছেদ 73 অনুচ্ছেদ 78 2 / 15 2. লোকসভা কর্তৃক পাশ করা 2025 সালের IIM সংশোধনী বিল অনুযায়ী, ভারতের 22তম IIM কোথায় স্থাপিত হবে? গুয়াহাটি, আসাম শিলং, মেঘালয় জম্মু ও কাশ্মীর সংবলপুর, ওড়িশা 3 / 15 3. ভারতের সরকার কোন বিষয়ের উপর সম্পূর্ণভাবে আমদানি শুল্ক তুলে নিয়েছে? অ্যান্টিমনি তুলা সোলার সেল লিথিয়াম-আয়ন ব্যাটারি স্ক্র্যাপ 4 / 15 4. 2025 সালের সিনসিনাটি ওপেনের মহিলাদের একক খেতাব কে জিতেছেন? আর্যনা সাবালেঙ্কা কোকো গফ ইগা শভিয়াতেক এলেনা রাইবাকিনা 5 / 15 5. সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কোন দেশকে রুবেলা-মুক্ত (একজন জনস্বাস্থ্য সমস্যা হিসেবে রুবেলা নির্মূল) হিসেবে ঘোষণা করেছে? ভুটান শ্রীলঙ্কা নেপাল মালদ্বীপ 6 / 15 6. সংবাদপত্র ও সাময়িকী নিবন্ধন সহজ করার জন্য প্রেস রেজিস্ট্রার জেনারেল কোন পোর্টালটি চালু করেছেন? প্রেস সেবা পোর্টাল ই-সাহিত্য পোর্টাল প্রয়াস পোর্টাল ভারতীয় পত্রিকা পোর্টাল 7 / 15 7. ভারতের প্রথম সৌর প্যানেল ব্যবস্থা কোথায় রেললাইনের উপর স্থাপন করা হয়েছে? জয়পুর, রাজস্থান সেকেন্দ্রাবাদ, তেলেঙ্গানা বিনা, মধ্যপ্রদেশ বারাণসী, উত্তরপ্রদেশ 8 / 15 8. ভারতে জাতীয় মহাকাশ দিবস প্রতি বছর কোন তারিখে উদযাপিত হয়? 21ই আগস্ট 19ই আগস্ট 23ই আগস্ট 15ই আগস্ট 9 / 15 9. T20 এশিয়া কাপ 2025-এর জন্য ভারতীয় দলের অধিনায়ক কে হয়েছেন? হার্দিক পান্ড্য সুর্যকুমার যাদব রোহিত শর্মা শুবমান গিল 10 / 15 10. সহরিয়া জনজাতি মূলত ভারতের কোন কোন রাজ্যে পাওয়া যায়? মধ্যপ্রদেশ ও রাজস্থান ওড়িশা ও ছত্তিশগড় রাজস্থান ও গুজরাট মহারাষ্ট্র ও কর্ণাটক 11 / 15 11. ভারত সরকার ₹62,000 কোটি মূল্যের 97টি অতিরিক্ত লাইট কমব্যাট এয়ারক্রাফট (LCA) টেজাস Mk1A ফাইটার জেট কোন সংস্থার কাছ থেকে ক্রয়ের অনুমোদন দিয়েছে? প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO) ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (BEL) হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL) 12 / 15 12. প্রচার ও নিয়ন্ত্রণ অনলাইন গেমিং বিল, 2025 অনুযায়ী, নিষিদ্ধ রিয়েল-মানি অনলাইন গেমিং সম্পর্কিত পুনরাবৃত্ত অপরাধের জন্য সর্বাধিক শাস্তি কী? 5 বছরের কারাদণ্ড এবং ₹2 কোটি পর্যন্ত জরিমানা 7 বছরের কারাদণ্ড এবং ₹3 কোটি পর্যন্ত জরিমানা 3 বছরের কারাদণ্ড এবং ₹1 কোটি পর্যন্ত জরিমানা 10 বছরের কারাদণ্ড এবং ₹5 কোটি পর্যন্ত জরিমানা 13 / 15 13. ভারতকে এশিয়া-প্যাসিফিক ইনস্টিটিউট অফ ব্রডকাস্টিং ডেভেলপমেন্ট (AIBD)-এর নির্বাহী বোর্ডের চেয়ারম্যান পদে কোন মেয়াদে নির্বাচিত করা হয়েছে? 2023-2025 2024-2026 2025-2027 2026-2028 14 / 15 14. জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর বিধানসভায় কতজন সদস্য মনোনীত করতে পারেন? 8 জন 7 জন 5 জন 3 জন 15 / 15 15. সম্প্রতি প্রয়াত বিনোদ কুমার পশায়ত কোন ক্ষেত্রে অবদান রেখেছিলেন? ক্লাসিক্যাল নৃত্য সাম্বালপুরী সাহিত্য ও সঙ্গীত সাম্বালপুরী হস্তশিল্প বয়ন ওড়িশা ভাস্কর্য Your score is Restart quiz By Wordpress Quiz plugin